হত্যা রক্ত ও আর্তনাদ
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
ভুবন জুড়ে
মরণ খেলা
হত্যা, রক্ত ও আর্তনাদ!
ধরণীর ধূলিতে
মানুষের দল
পেতেছে মরণের ফাঁদ।
হত্যা শহরে,
হত্যা নগরে,
হত্যা চেনা মানুষের ভিড়ে,
হত্যা ধূলিতে
হত্যা গলিতে,
হত্যা চলে বিহগের নীড়ে।
হিংসায় উন্মত্ত
দানবের নৃত্য
হত্যায় রচিত এই ধরণীর ধূলি,
জিঘাংসায় উন্মাদ
মানব দানব আজ
মৃত্যুর সাথে করে কোলাকুলি।
হিংসায় আজ
ভরেছে দেশ,
মানুষে মানুষে খুনোখুনি
শোক তাপ জরা
ভরা এই বসুন্ধরা
মাভৈ! ঐ শান্তির বাণী শুনি।