মায়ের আশা

বাংলা আমার দেশ ,
স্বর্গ জগতের বেশ ।
বাংলাদেশের মাটি ,
সোনার চেয়ে ও খাঁটি ।
শহীদের রক্তে গড়া ,
বাংলার এই মাটি ।
লক্ষ শহীদের জান ,
বাংলা মায়ের প্রান ।
বাংলা আমার মাতৃভুমি ,
বাংলা মায়ের ভাষা ।
বাংলা আমার জীবন মরন ,
বাংলা মায়ের আশা ।

0.00 avg. rating (0% score) - 0 votes