গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
আমার গাঁয়ে
সবুজ ছায়ে
ছোট ছোট মাটির ঘর,
আমার গাঁয়ে
পথের বাঁয়ে
অজয় নদীর বালুচর।
আমার গাঁয়ে
গঞ্জের বাঁয়ে
প্রতি রবিবারে বসে হাট,
গরুর গাড়ি,
মাটির বাড়ি,
পথের পাশেই সবুজ মাঠ।
আমার গাঁয়ে
রাখাল ছেলে
গরু নিয়ে মাঠে যায়।
আমার গাঁয়ে
সামনে দিয়ে
পান্থ চলে ছাতা মাথায়।
আমার গাঁয়,
বটের তলায়,
ছোট শিশুরা করে খেলা,
স্নানের ঘাটে,
সাঁতার কাটে,
ছেলে মেয়েরা দুপুর বেলা।
দিনের শেষে,
পাহাড় ঘেঁষে,
সূর্য পশ্চিমেতে অস্ত যায়।
তুলসী তলে,
প্রদীপ জ্বলে,
আঁধার নামে আমার গাঁয়।