বদলে যায়, বদলে যায়, বদলে যায় ।
মানুষ বদলে যায় ।
প্রকৃতি নতুন রুপে ,
এসে যায় ।
দেশ বদলে যায় ।
জগত বদলে যায় ।
সময় চলে যায় ।
জীবন বদলে যায় ।
মানুষ আসে ,
মানুষ যায় ।
তবু বদলে যায় ।
পৃথিবী এগিয়া যায় ।
তাইতো বলা যায় ।
বদলে যাও ,
বদলে দাও ।
নতুন বিশ্ব ,
গড়ে নাও ।
এই কবিতাটি আমার লিখা হলে ও এই কবিতার প্রথম চার লাইন আমার বন্ধু https://www.facebook.com/ashikurrahman.raju.52?fref=pb&hc_location=friends_tab লিখা
এই কবিতাটি আমার লিখা হলে ও এই কবিতার প্রথম চার লাইন আমার বন্ধু https://www.facebook.com/ashikurrahman.raju.52?fref=pb&hc_location=friends_tab লিখা আশিকুর রহ্ মান রাজুর লিখা