শ্রাবণের বরষায়
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
ঐ আসে দুরন্ত বর্ষা এল যে শ্রাবণ মাস,
গাঁয়ের চাষীর দল মাঠে মাঠে করে চাষ।
নদী মাঠ জলে ভরা আঙিনায় জমে জল,
পুকুরের বাঁধ ভাঙে জলের ধারা প্রবল।
আকাশপারে মেঘ জমেছে বৃষ্টি এল নেমে,
আঙিনায় রোদ হেসেছে বাদল গেছে থেমে।
পাখিরা গাছের ডালে ভেজা ডানা ঝাপটায়,
সাদা বক উড়ে চলে কালো আকাশের গায়।
একটু পরে সুর্য লুকায় কালো মেঘের মাঝে,
পশ্চিমে ঘন কালোমেঘে বিজুলিধারা সাজে।
মুষলধারায় বাদল নামে নদীতে প্রবল বান,
গাঁয়ের কিষাণ বধূরা মাঠে মাঠে পুঁতে ধান।
শ্রাবণের বারি ধারা অঝোরে ঝরে অবিরাম,
শ্রাবণের বরষায় মেতে ওঠে আমাদের গ্রাম।