তুর্কী বীর

turkey2
নূরুল মামুন
——————–
তুর্কীরা এক বীরের জাতি
দিলে আবার প্রমাণ,
গণতন্ত্র রক্ষা করে
মহান নেতা এরদুগান।।
.
গোলার মুখে জীবন সঁপে
আনে সত্য কেড়ে,
প্রতিবাদী ভাষার মুখে
মিথ্যা গেল হেরে।।
.
গণতন্ত্র হত্যা করে
উর্দি পরা তুর্কী,
বারে বারে বোকা বানায়
মানুষ বানায় চর্কি।।
.
নেতার কথায় বিক্ষোভ জানায়
খাবে না আর ধোঁকা,
তুর্কীরা সব জেগেছে আজ
যাবে না আর রোখা।।
.
বীর জাতিকে লক্ষ সালাম
ভালবাসা সিক্ত,
যাদের আছে এমন নেতা
হয় না তারা রিক্ত।।
.
গণতন্ত্রের দুশমনেরা
হবে এবার সাবধান,
করতে হবে রক্ষা তারে
এটাই হুদার আহবান।।
—-
রচনাকালঃ ১৭/৭/১৬ রাতঃ১১টা বালাঘাটা
0.00 avg. rating (0% score) - 0 votes