স্বপ্নের হাতছান

স্বপ্ন প্রত্যেকের নিজের নিকট ,
প্রতিটি কল্পনার মুকুট ছানা ।
প্রত্যেক মানুষ চেয়ে দেখে থাকে ,
স্বপ্ন যেন কাছ থেকে ও অচেনা ।
সাধনার পর কঠোর সাধনা ,
মন ভরা যে বহু কষ্ট বেদনা ।
ধাপে ধাপে যে ফাঁদ আঁকা রয়েছে ,
স্বপ্ন কি কখন বাস্তব হবে না !
বৃথা কেন এই কষ্টের সাধনা ?
ভুল পথে গেলে স্বপ্ন মিলবেনা ।
স্বপ্ন যতই হোক আকাশ চুম্বি ,
সঠিক পথ দেখে চলতে হবে ,
তা হলে কেবল স্বপ্ন যাবে মিলে ।
প্রত্যেকের কল্পনা , মুকুট ছানা ।
অপরিচিতা যে হবে , বহু চেনা ।
আসবে যে সুখ , ভাঙ্গবে বাঁধন ।
অচেনা স্বপ্ন হবে , বড়ই চেনা ।
ঐ সাধনার ফল , মুকুট ছানা ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “স্বপ্নের হাতছান

Comments are closed.