খোকা আসবে
আমার খোকা আসবে বাড়ীতে
শূন্য উঠান ভরে উঠবে কোলাহলে
রাত জেগে গল্প বলবে মাগো !
কত দিন পর দেখলাম তোমায়?
আমি দুষ্টুমি করে বলবো-
আহারে আমার প্রাণ পাখি!
তোমার জন্য রেধেঁছি মিষ্টি কুমড়া,
সজনে আর কঁচি লাউয়ের ডোগা
সাথে থাকবে পুঁটি মাছের ঝোল।
খোকা আমার নয়নে নয়ন রেখে
মিষ্টি হাসিতে ভুলাবে আমায়।
খোকা আসবে, আমার খোকা আসবে—
শ্রাবনের কালো মেঘের সাথে
হাটু কাঁদা মাড়িয়ে,সরু আইল ধরে
দরজায় দাঁড়িয়ে বলবে মাগো !
মায়ের নয়ন আকাশপানে
কখনও বা উঠান ছাড়িয়ে রাস্তাপানে!
খোকা তুই আসবিনা ! বল কখন আসবি?
মায়ের সামনে নিথর কোন দেহ নেই
খোকা আসিনি
এসেছিলো একটি রক্তমাখা খাম