চিরত্রময়ী খরপরশা আল্পনার নেয় ,
সুরঈ বরিয়া লবে
খাব হেরি খরপরশা ,
পূরিত ঝর্না মন্দ্র হবে ।
নিলখা খরপরশা কৈল,
নির্মল চিওেত ঊপজিত মন্দ্র ।
ঝর্না গিরিদত্ন দরিয়া ,
পাথারে বিসর্জন ছন্দ ।
চিরত্রময়ী খরপরশা ,
পাথার বরিয়া লবে ।
আমোর্ঘ খরপরশা জানি,
বিশ্ব বিজয় করবে ।
আহামুরী খরপরশা ,
যখন নদীতে নামিয়া পরিবে ।
জলের তোরে নদীর ধাঁরে ,
পলিতে গলিতে হেম আসিয়া বসিবে ,
আমোর্ঘ এই খরপরশা ,
হরিৎ ক্ষেএরে করিবে হেম ।
কৃষক চাহিয়া হাসিতে হাসিতে ,
খাব হেরি বলিল বেশ ।
আমোর্ঘ খরপরশা ,
আসিবে এবার ।
ঘুম ভাঙ্গিয়া উঠিয়া বস ।
কাদাখোচা আসিছে কেশ ।