আষাঢ়ে বাদল নামে

আষাঢ়ে বাদল নামে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

আষাঢ়ে বাদল নামে নদী ওঠে ফুলে,
এপার ওপার ভাসায় প্লাবনের জলে।
ঘাটে নাই মাঝি আজি বন্ধ পারাপার,
নদীবক্ষে নাচে ঢেউ প্রবল জোয়ার।

ওপারেতে বর্ষা নামে জলে ভাসে গ্রাম,
নদী জলে করে খেলা জোয়ারের বান।
আষাঢ়ে বাদল নামে মাঠ জলে ভরে,
বর্ষাকালে জল ঢোকে গাঁয়ের ভিতরে।

দিঘি পাড়ে ডাকে ভেক গরজে গগন,
আমি শুধু চেয়ে দেখি খুলি বাতায়ন।
মরাল মরালী ভিজে আঙিনার মাঝে,
গগনেতে সাজে মেঘ নব নব সাজে।

আষাড়ে বাদল নামে ঘন মেঘ কালো,
গগনে ঝলসে ওঠে বিজুলির আলো।
ভেঙে গেছে নদীবাঁধ প্লাবনের জলে,
নদীঘাট শূণ্য আজি তরী নাহি কূলে।

0.00 avg. rating (0% score) - 0 votes