আজ তোমার সত্ত্বার নতুন
আবির্ভাবের দিনে
উড়ো মেঘের বৃষ্টি দিলাম,
সন্ধ্যায় পাখিদের নীড়ে ফেরার অনাবিল বন্ধন.
সুবুজের ডগায় হলদে কুমড়ো ফুল,
রঙ্গিন প্রচ্ছদে বুকের পাঁচিল ঘেঁষা
প্রেমটুকু তোমায় দিলাম।
আজ জন্মোৎসবে নববারতার জয়ধ্বনিতে
জন্ম থেকে জন্মান্তরে
পুরনো দিনের গ্লানি মুছে
শুভ হোক তোমার অনাগত দিন।
হে অভিষেক অতিথি
মৃত্তিকার ধুসর ধুলো জড়ানো
অপূর্ণতার অজস্র স্মৃতির মলাট খোলে দেখো,
আজ আমাদের
দীর্ঘ যাত্রার প্রথম প্রণয়ের দিন।
আজই অন্তরীক্ষে হৃদস্পন্দন নিয়ে মুগ্ধ আবেশে
মায়ার বাধনে জড়িয়ে ছিল যুগল চোখ,
আজই জীবনের অভিশাপ তাড়িয়ে মন দিয়ে মন কিনেছি।
আজ অনাথ অন্ধকারে
আত্মমৈথুনের জটিল মনস্তত্ত্ব শেষে
শূন্যতার বুক বিদীর্ন করে
আমাদের পারস্পারিক অনিবার্য আত্মসমর্পনের দিন।
হে অভিষেক অতিথি
ঝুল বারান্দায় পারিবারিক কফিশপের তুমুল আড্ডা,
বিকেলে দূরের বিলাসী অস্তমিত সূর্যরেখা,
মৌসুমি বায়ুর নির্মল স্নিগ্ধতা,
নতুন পুঞ্জীভূত স্নিগ্ধ রক্তিম ভোর,
সবটুকু তোমার
আজ হোক নির্ভুলতার পথে তোমার
আগামীর সফল পদার্পণ।
ফের যদি দেখা হয়
আজকের এই দিনে
আমার জীবন নদে ডুবন্ত নির্জনতার চর,
নষ্ট স্মৃতির সমাহিত স্বপ্ন কবর,
শরীরে মৃতের গন্ধ,
তোমাকে দিব না।
আমার থাকবে আধূনিকতার যান্ত্রিক ঝলমলে নগর সভ্যতার মোহ,
শেষ বিকেলে সন্ধ্যার বুকে নেমে আসা অজস্র আঁধার,
মাঝ রাতের অভিশপ্ত কর্পোরেট নাগরিক জীবনের ফাঁদ,
তোমার থাকবে চিরচেনা মুক্ত আকাশ,
তোমার থাকবে সচল সৃষ্টিশীলতা,
তোমার হবে নতুনের অমৃত আবাহনে
জড়া জীর্ণ অতীত মুছে জাগরণের গান ।
তোমার হবে জীবন নীড়ের মৃদু শান্তি ছুয়ে অনাবিল তৃপ্তি।
ফের যদি দেখা হয়
আজকের এ দিনে
তোমাকে দিব না
দুঃস্বপ্ন ক্যাম্পের আমার অবিশ্বস্ত করিডোর,
ভাঙাটবে বেড়ে উঠা আত্মার নিঃসঙ্গ জীবন্ত স্বর,
তোমার সাথে বিচ্ছেদ মৃত্যুর অনন্ত অবসর।
তোমাকে দিব না অবিরাম গাঢ় বেদনার
ঝড়ে পড়া শিশিরবীথি।
কালের স্রোতে অন্তহীন ছুটে চলা।
তোমাকে দিব না জীবনের ভাগাড়ে স্মৃতিবিষকীট,
দিগন্তহীন মাঠের মাঝে আমার সমাধিভূমি।
তোমার হবে মধ্যরাতের চন্দ্রালোকিত সাদামেঘ,
জোনাকির ভীড়ে রাতের পুর্নচাদ,
তোমার থাকবে বৃষ্টির রুপালি জল
সড়িষার গাঢ় হলূদ ক্ষেত
আতার মনোরম সবুজ,
ঘাসের আচলে রঙিন ফড়িং।
তোমার থাকবে সমুদ্রের নীল ঢেউ
ভালোবাসা সঞ্চয়ের স্বাদ ।
তুমুল ভাললাগার অন্তরঙ্গ শব্দধ্বনি।
তোমার থাকবে নিত্যব্যবহারের জীর্ণতা মুছে
মুক্ত কেশে চিরলাবন্য।
হে চিরন্তন স্বপ্ন সহচরী
আজ শুভ ক্ষণে শুভহোক তোমার জন্মদিন।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন ।