ক্ষণস্থায়ী

পাড়াপড়শীর দৃষ্টি যায় যবে সরে
বিধাতার আশিস্ সকলের তরে,
গরীবের ঘরে জমা ধনের মান
পদ্মপাতায় থাকা জলের সমান।
———

0.00 avg. rating (0% score) - 0 votes