কে তুমি সংগোপনে লুকাও আপনমনে
কারে বা তুমি কর নিজ ভুলিয়া স্বজনে,
মায়ের স্নেহ মায়ের আদর ছায়া সুনিবিড়
মাতৃকোল হোক চিরস্থায়ী ভালোলাগা নীড়।
——–
কে তুমি সংগোপনে লুকাও আপনমনে
কারে বা তুমি কর নিজ ভুলিয়া স্বজনে,
মায়ের স্নেহ মায়ের আদর ছায়া সুনিবিড়
মাতৃকোল হোক চিরস্থায়ী ভালোলাগা নীড়।
——–