রথযাত্রার মেলা
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
রথযাত্রায় জন সমাগম
আজকে রথের মেলা।
আকাশ ঘিরে মেঘ করেছে
আজকে সকাল বেলা।
একটুপরেই মেঘ কেটে যায়
অরুণসূর্য ওঠে হেসে।
পথের পাশে দোকান সাজায়
দোকানীরা সব এসে।
পাড়ার মাঠে সাজানো আছে
সেই পুরানো রথখানি,
জয় জগন্নাথ বলে সবাই
রথ নিয়ে যায় টানি।
বসেছে আজ রথের মেলা
গাঁয়ের পথের ধারে,
বিশাল মাঠে সার্কাস খেলা
দোকান সারে সারে।
ঝুমঝুমি আর খেলার পুতুল
চিরুনী আর আয়না,
তাল পাতার কিনবে বাঁশি
ধরেছে খোকা বায়না।
খুশির দিনে বকুনি খেয়ে
কাঁদছে খোকন সোনা,
তাল পাতার বাঁশি কিনতে
তার মা করেছে মানা।
রথের মেলায় সবাই খুশি
কাঁদছে খুকি বসে,
মা ভাই তার হারিয়ে গেছে
রথের মেলায় এসে।