জীবনখাতার পাতা ও আমার কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
জীবন খাতার পাতায় লেখা আছে আমার জীবনের কবিতা,
শোষিত মানুষের দুঃসহ ব্যথা, হৃদয়ে আজিও রয়েছে গাঁথা।
কান্না ঘাম আর রক্ত নিয়ে যারা অবাধে চালায়েছে কারবার,
আমার কবিতা তাদের বিরুদ্ধে ধরেছে লেখনী ও তলোয়ার।
জীবনখাতার পাতায় আমি লিখেছি জীবনের কবিতা কতশত,
শোষিত হৃদয়ে কান্নার পাহাড়ে তাজা রক্ত ঝরায়েছে অবিরত।
মোছ আঁখিজল, জ্বালাও আগুন, আজিকে আগুন জ্বলুক চোখে,
অপমানিতের মর্মবেদনা জমা আছে কত লাঞ্ছিত এই বুকে।
অত্যাচারীর দল চাবুক চালায় আজও ক্ষুধিত মানুষের দেহে,
চাবুকের চোটে দেহের চামড়া ফেটে অঝোরে রক্তধারা বহে।
জ্বালাও আগুন চৌদিকে আজ, জ্বলুক প্রতিশোধের দাবানল,
বিদ্রোহ আজ কবিতার পাতায় কবিতা লিখি আমি অবিরল।