ক্ষুধিত মানব
কালের শেষ বুঝি অনাগত; তারি প্রতিধ্বনি চারিদিক
মৃত্যু আজ তাড়া করে প্রত্যহ;বাস্তুহারা সর্বদিক
কোথাও একটু প্রশান্তি পাই না;নিরন্ন মানুষের আর্তচিৎকার
ক্ষুধিত,মানুষগুলো চেয়ে রয়; ঢুলু ঢুলু নয়নে অপেক্ষা মুক্তির
এ মুক্তি ক্ষুধার রাজ্য থেকে;অন্ততকাল বহমান দিগন্তপানে
হে মানব ব্যথিত আমি;প্রবল যাতনা গ্রাসে মোরে সন্তর্পণে
চাই প্রবল বৃষ্টি হোক; ধুয়ে যাক,মুছে যাক সকল রাহু
আষাঢ়ের জলদধারায় ভরে উঠুক সম্ভাবনার দু’বাহু
তোমাদের বিজয় স্বপ্ন;একটি লাল সবুজ পতাকা
আমার চেতনা আমাকে গ্রাস করে;নিশানা আজ পতাকা
সবুজ ফসলের অঙ্গে আজি লাল মরীচিকা
হোক না বৃষ্টি;খুলে যাক সকল সম্ভাবনার চাকা
প্রত্যহ আমি মৃত্যুর সম্মুখে বিজয় উল্লাসে
উদ্দীপ্ত শপথ; নতুন সৃষ্টির প্রবল প্রশ্বাসে
নতুন সৃষ্টি,নতুনের দুয়ারে দুয়ারে