নতুন প্রভাত ও আমার গাঁ
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
আমার গাঁয়ে রোজ সকালে
পাখিরা ডাকে গাছের ডালে,
সোনালি রোদ উঁকি মারে বারান্দায়।
আমার গাঁয়ে সকাল হলে
হাটুরেরা সবাই হাটে চলে
দ্রুততালে হাঁটে পথ ঝাঁকা মাথায়।
আমার গাঁয়ে দুপুরবেলা,
শিশুরা সবাই করে খেলা
তেঁতুল তলায় বসি গাছের তলে,
শান বাঁধানো পুকুর ঘাটে
ছেলেরা সব সাঁতার কাটে
নয়ন দিঘির ঘোলা কালো জলে।
আমার গাঁয়ে প্রতি সন্ধ্যায়
জ্বলে প্রদীপ তুলসী তলায়,
মন্দিরে মন্দিরে কাঁসর ঘন্টা বাজে,
আমার গাঁয়ে সন্ধ্যা হলে,
আকাশে চাঁদ তারা জ্বলে,
জোছনা হাসে নীল আকাশের মাঝে।
আমার গাঁয়ে গহন রাতে
শেয়াল ডাকে গাঁয়ের পথে,
কুকুরগুলো ঘেউ ঘেউ করে সারারাত,
রাত কেটে ভোর হয়,
ভোরের মুক্ত বায়ু বয়,
পাখির ডাকে জেগে ওঠে নতুন প্রভাত।