আষাঢ় মাসের বাদলা দিনে

আষাঢ় মাসের বাদলা দিনে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

আষাঢ় মাসের বাদলা দিনে টুপুর টাপুর বৃষ্টি পড়ে।
খেতমাঠ, পথঘাট বাড়ির উঠোন জলে আছে ভরে।
পথের মাঝে জল জমেছে গরুর বাথান শূণ্য আজি,
নোঙর ফেলে নৌকা বেঁধে গেছে চলে ঘাটের মাঝি।

আকাশ পারে পশ্চিম পানে মেঘ জমছে দারুণ কালো।
আঁধার কালো চারিপাশে হারিয়ে গেছে দিনের আলো।
মেঘ গরজায় বিজলী চমকায়, ব্যাঙ ডাকে পুকুর পাড়ে,
দুকূল ছাপিয়ে ধাবিছে তটিনী প্রবল বন্যা হুংকার ছাড়ে।

আষাঢ় মাসের বাদলা দিনে ফুটেছে ফুল বেডার ধারে,
টগর বকুল জুঁই চামেলি, বেলিফুলের ঘ্রাণে চিত্ত ভরে।
নয়ন দিঘির বাঁধা ঘাটে রুই কাতলা লাফায় অথৈ জলে,
টোকা মাথায় গাঁয়ের চাষী বলদ লাঙল নিয়ে মাঠে চলে।

আষাঢ় মাসের বাদলা দিনে, মেঘ জমেছে কালো করে,
থেকে থেকে মেঘের গর্জন, দূরে কোথা যেন বাজ পড়ে।
কাঁসাই নদীর বাঁধ ভেঙেছে ঢুকছে গাঁয়ে বানের জল,
আষাঢ় মাসে বর্ষা নামে মুষলধারে বৃষ্টি ঝরে অবিরল।

 

0.00 avg. rating (0% score) - 0 votes