নতুন সমাজের প্রত্যাশায়
–সুহেল ইবনে ইসহাক
কেন অর্জন করেছিলাম এ বিজয়? বাঙালির এ বিজয় অর্জন কি ব্যর্থ?
দিনের পর দিন চলে যায় ,
বছরের পর বছর,
কিন্তু কই?
দেশটাকে পরিবর্তন করতে চেয়েও পারিনিতো করতে I
চারিদিকে শুধু হতাশা আর আর্তনাদ,
আর এই আর্তনাদের সুরে
আমরাও শুধু সুর মিলাচ্ছি I
এভাবে হতাশা আর আর্তনাদের মধ্যে যদি চলে যায় জীবন,
তাহলে শ্রেয় ছিল মরণ !
কিন্তু কেন ?
পদে পদে মানবাধিকার লঙ্গন কি
এর কারণ নয় ?
মানব বৈষম্য, কুসংস্কার,
নৈতিক অবক্ষয় কি
এর কারণ নয়?
আমরা কি পারিনা ?
এ ঘুনে ধরা সমাজকে ভেঙ্গে
এক নতুন সমাজ গড়তে?
(রচনাকাল: ৫ ফেব্রুয়ারী, ১৯৯৬)