এসো মন খুলে কথা বলি
এ কে এম আব্দুল্লাহ
এসো মন খুলে কিছু কথা বলি।
বিলাসী কাপড়ে মোড়া টেবিলের উপর ;
এসো মনের গহিন ভিতর থেকে
উগলে ফেলি সব হিংসা-প্রতিহিংসা
বিদ্বেষ-লোভ লালসা এবং ঝন্ত্রণা গুলো
এবার একটু নাড়াচাড়া করে চল
ফেলে দেই, ডাস্টবিনের ভিতর।
এখন এসো ফুর-ফুরে মন নিয়ে
একটু বসি মুখোমুখি,করি আলাপ
করি একটি বিস্মিত পরিকল্পনা
মানুষের জন্য-দেশের জন্য ।
আপাতত পদ-পদবীর কথা থাক।
চলো এক সাথে খুঁজতে বের হই
হারিয়ে যাওয়া বিবেক-মানবতা,সুখ
চেতনা-একতা আর স্বপ্নগুলোকে।
এখন অনুতপ্তের মাঠ ভর্তি করে
এসো সু-গন্ধি মানুষের ফসল ফলাই।