আভাসে যখন দেখতে পায় পারের অন্ধমায়া
অমৃতপাত্রে ভরা থাকে কুহক অসীমছায়া,
সময় তাহার ব্যথার মূল্য সমস্ত চুরি করে
অনাদরের ক্ষতচিহ্ন নিয়ে মাথার প’রে ।
*******
আভাসে যখন দেখতে পায় পারের অন্ধমায়া
অমৃতপাত্রে ভরা থাকে কুহক অসীমছায়া,
সময় তাহার ব্যথার মূল্য সমস্ত চুরি করে
অনাদরের ক্ষতচিহ্ন নিয়ে মাথার প’রে ।
*******