আমার মোনাজাত
—সু হে ল ই ব নে ই স হা ক
আম্মু তুমি দাওগো বলে
কি সুধাব আমি ?
তাঁরই কাছে চাইব সবই
যিনি অন্তর্যামী I
সত্য সঠিক পথে যেন
চলি আজীবন,
তাঁরই বাধ্যগত থেকে
হয় যেন মরণ I
জীবন মরণ তাঁরই হাতে
দিন কিংবা রাত,
কবুল কর হে দয়াবান
আমার মোনাজাত I
রচনাকাল : নভেম্বর ১২ ,২০১৫
টরন্টো, কানাডা