প্রহরশেষে

একটা কথা সত্যি করে
তুই বলতো আমায় মা,
সারাটা দিন কি শুধুই ভাবিস্
খোকা কেন কথা শোনে না!

আমায় নিয়ে করিস চিন্তা
কেউ যেন না করে নিন্দা,
রাগ হবে যে বাবার বুঝি
জুটবে না মোর কোন রুজি।

সেদিন ভোরে উঠে দেখি
মনটা কাঁপে থাকি থাকি,
মনে হোল তোর মুখটা চেয়ে
দূঃখের প্রহর আসছে ধেয়ে।

বাবা কোথায় গেছে চলে
কাউকে কোন কিছু না বলে,
বেড়ার ধারে বসে মা তুই
চোখের জলে ভাসিস্ শুধুই।

ভাবিস্ কেন? আমি তো আছি
তোকে কি আর ফেলেই গেছি,
দেখিস্ মা তুই এই প্রভাতে
সুখের দিশা মিলবেই পাতে।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes