আমি টোকাই হতে আসিনি

আমি টোকাই হতে আসিনি,

জন্মদাতা-দাত্রীদের অন্বেষণ করার মিশনেও আসিনি;

আমি রাস্তার পাশে ডাস্টবিনের খাবার খেতে আসিনি;

নিত্য চড়, থাপ্পর, আর গালি-গালাজের সঙ্গী হতেও আসিনি;

ছিড়া, নোংড়া, বাজে গন্ধ মাখা অর্ধ-নগ্ন পোশাকের জন্য আসিনি;

হাতিরঝিল, রমনার বটমূল, সোহরাওয়ার্দী উদ্দ্যানে করুণার পয়সা কুড়াতেও আসিনি;

অস্রবাজ নেতাদের বোমা, বারুদ, পেট্রোল, কাঁচের বোতল;

আর হিংস্র মাদকের বোঝা বহনের ভাড়াটে হতে ও আসিনি।

 

আমি এসেছি, গলায় টাই পরা সমাজের উঁচু পাড়ার-

ঐ মুখোশধারী নেতার, ব্যবসায়ীর, সমাজপতির-

বিবেকের বোতাম ধরে নাড়া দিতে…

এসেছি, ভদ্রতার খোলসে আচ্ছাদিত লজ্জা প্রকাশ করে দিতে;

এসেছি, সভ্যতার উপচে পড়া আলোর উপর পেচ্ছাব করে দিতে।।

0.00 avg. rating (0% score) - 0 votes