অন্তর্যামী কি তা জানে

গভীর রাতের কান্না কি কান্নাদাতা দেখে?
তখন বুক টা ভারী হয়ে যায়! অন্তর্যামী কি তা জানে?
সবকিছুই অসম্ভব, জেনেও কেউ সেজদায় প্রার্থনারত…
চোখ বুজলেই মধুর স্মৃতি বিষ হয়ে তাড়া করে!

হাসির মাঝে প্রাণ নেই!

যখন কালীর আধার নামে,
তখন চোখের কোণে হীরক জ্বলে!
বন্ধ চোখ জোড়াতে প্রণয় ভাসে!

বাউলি ধীরে ধীরে দেহ ত্যাগ করে।

চোখের কোনের হীরক চোখেই মিশে যায়!
শীতল ঠোঁটে ঘুমন্ত বাউলের কপালে
চুম্বন একে দেয় দেহ ত্যাগি বাউলি।
দেহকে তখন গ্রাস করে নিয়েছে ক্লান্তিতে।
আর আত্মাকে কালীর আধার!!

এভাবেই প্রতি রাতে চোখের কোণে হীরক জমে
আবার চোখেই মিশে যায়,
যতদিন বাউলির বিচরণ এই জগতের মৃত্তিকায়,
ততদিন চোখের পাতায় হীরক ঝরবে বাউলের তরে…!

0.00 avg. rating (0% score) - 0 votes