ক্ষুধার পদাবলী

P1100333

নূরুল মামুন

==============

প্রাণি কূলের ক্ষুধা আছে

স্বতঃসিদ্ধ নিয়ম,

ক্ষুধায় কাতর মানুষ মরে

হয় না দিলে রহম।।

.

ক্ষুধা কাতর মানুষ করে

দেশে দেশে যুদ্ধ,

হলে মানুষ বন্য প্রাণি

শান্তির পথটা রুদ্ধ।।

.

ক্ষুধার রাজ্যে জীবন যেন

ঝলসানো এক রুটি,

তাইতো বুঝি বনি আদম

করে খানিক ত্রুটি।।

.

পেটের দায়ে অনেকে তাই

করে পুকুর চুরি !

দূর্নীতিতে কন্ঠ ডুবায়

যায় বেড়ে তার ভুরি।।

.

ক্ষুধার জন্য কলা চুরি

বড় বেশি অন্যায় !

শাস্তি পেয়ে জেলের ঘানি

দুঃখে জীবন কাটায়।।

.

শিক্ষা নিয়ে চাকরি-ব্যবসা

থাকে উপর তলায়,

সাগর সমান ক্ষুধা পেটে

দেশের বারো বাজায়।।

.

মাস পেরিয়ে বছর কাটে

হয় না ওদের সাজা,

ভিআইপির তকমা পরা সব

হয়ে ওঠে রাজা।।

.

মায়ের বুকে লালিত হয়

কলঙ্ক দেয় এঁকে,

খাচ্ছে চুষে সুখের কণা

জোঁকের মতো জেঁকে।।

রচনাকালঃ ১৫০৬২০১৬ বিকেল ৫ঃ১৫ বালাঘাটা

0.00 avg. rating (0% score) - 0 votes