বেলা যায় সন্ধ্যা আসে

সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধুলোভে আসে তথা যত অলিদল।
অরুণ কিরণ হাসে প্রকৃতির কোলে,
বাগিচায় প্রজাপতি উড়ে ফুলে ফুলে।

আম কাঁঠালের বনে পাখি গায় গীত,
তাল খেজুরের গাছে ভরা চারিভিত।
উঠোনে চড়ুই পাখি নাচিছে পুলকে,
উড়ে যায় দূরে কোথা চক্ষের পলকে।

নদীপাড়ে বসে আমি দেখি শুধু চেয়ে,
গগনে বলাকা সব উড়ে চলে ধেয়ে।
দুই ধারে নদী কূলে ছোট বড় গাছ,
নদীজলে করে খেলা ছোট পুঁটিমাছ।

বেলা যায় সন্ধ্যা আসে, নামে অন্ধকার,
চাঁদ তারা ওঠে ফুটে আকাশ মাঝার।

0.00 avg. rating (0% score) - 0 votes