প্রজাপতি। প্রজাপতি। কোথায় পেলে
তোমার রঙিন জোড়া ঐ পাখা?
ফুলের বনে মধু শুধুই খেলে
দশদিকে ছড়িয়ে তোমার শাখা।
ফুলে ফুলে ভরা থাকে বন
সমীরণ এসে বলে যায় কখন,
মধু কই? শুধু মধু চাই মোর
ঘুমিয়ে থেকো না-খুলে দাও দোর।
ভোরের পাখি কখন এসে ডাকি
ঘুম যে ভাঙ্গায় মেলে দিয়ে আঁখি,
হাসি হাসি মুখে কয়ে যায় তারা
গন্ধ বিলাও ভীড় করে আছে যারা।
বেদনা তোমার খোঁজ নাকো বুকে
সহচরী হও তাদের দূঃখে ও সুখে,
বেলা হলে শেষে ফিরে যাবে তারা
আঁখি করে ম্লান,মুখ ভাষা হারা।
*******