কতোটা পারে

কতোটা পারে

মানুষ হাসতে পারে ?
কতোটা পারে?
মানুষ কাঁদতে পারে ?
কতোটা পারে?
মানুষ ভাবতে পারে ?
কতোটা পারে?
মানুষ চালতে পারে ?
কতোটা পারে?
মানুষ জানতে পারে ?
কতোটা পারে?
মানুষ ভুলতে পারে ?
কতোটা পারে?

মানুষ স্বপ্ন এবং বাস্তবতা হয়
আলেয়া আঁধার অথবা উজ্জল তরঙ্গ প্লাবন
নক্ষত্র হয় জোঁনাকি হয়
নদী হয় সমুদ্র হয় সুউচ্চ পর্বত চূড়া
ঝর্ণা হয় এবং পুকুর ডোবা
মানুষ অসত্য হয়
মানুষ আবার কখনো মানব হয়।

0.00 avg. rating (0% score) - 0 votes