আমি অচিন গাঁয়ের কবি

আমি অচিন গাঁয়ের কবি,
আমার কবিতায় আমি আঁকি তাই, আমার গাঁয়ের ছবি।

আমার গাঁয়ের শীতলছায়ায়, জুড়ায় মন ও প্রাণ,
প্রভাতে উঠি বৃক্ষশাখে শুনি, প্রভাতপাখির গান।
আমার গাঁয়ে ভোরের হাওয়ায় বহে মৃদু সমীরণ,
দিঘির জলে কমল ফোটে ভরে উঠে নয়ন মন।

আমার গাঁয়ের শিশুরা সকালে, ইস্কুলেতে যায়,
ঘাটের মাঝি নৌকা চালায় প্রতিদিন বৈঠা বায়।
পাহাড় চুড়োয় সূর্য ওঠে প্রতি দিন লাল হয়ে,
শেষ বিকেলে সূর্য ডোবে, বেলা যে যায় বয়ে।

আমার গাঁয়ে আঁধার নামে, বিহগের কোলাহলে,
দেবালয়ে বাজে কাঁসর ঘণ্টা, প্রদীপ শিখা জ্বলে।
আপন বাসায় পাখিরা ঘুমায়, ঘুমায় গোটা গ্রাম,
রাত অবসানে প্রভাতে শুনি বিহগের কলতান।

আমি অচিন গাঁয়ের কবি,
আমার কবিতায় আমি আঁকি ভাই, আমার গাঁয়ের ছবি।

0.00 avg. rating (0% score) - 0 votes