অপূর্ণতা

ভক্তেরা বানায় মন্দির দেবতার তরে
কুসুম ফোটাতে চেয়ে বিধাতার বরে,
অকাতরে যতই দান করুক অনাদরে
দেবালয়ে বসি ‘দেব’নিরিখে আঁধারে।
******

0.00 avg. rating (0% score) - 0 votes