আল্লাহ আল্লাহ বল (ইসলামী সঙ্গীত)

আল্লাহ আল্লাহ বল (ইসলামী সঙ্গীত)
সুহেল ইবনে ইসহাক

আল্লাহ আল্লাহ বল মনরে
আল্লাহ আল্লাহ বল,
অন্যায় অসৎ ছেড়ে মনরে
সঠিক পথে চল I

মনরে…. ও মনরে……
তাওহীদেরই বাণী স্মরে,
মনবতার নিশান ধরে
রাসূলেরই জীবন পথে
থাকরে অবিচলরে মন
থাকরে অবিচল I

মনরে….. ও মনরে……
নামাজ কায়েম , রোজা পালন
ঈমান আমল করে লালন,
রুখতে হবে এই ধরাতেই
দোজখের অনলরে মন
দোজখের অনল I

রচনাকাল:১১ জুন, ২০১৬, টরন্টো,কানাডা

0.00 avg. rating (0% score) - 0 votes