জামাই ষষ্ঠী আজিকে

জামাই ষষ্ঠী আজিকে তাই পড়ে গেছে সাড়া,

জামাইয়ের আদরে আজ মেতে ওঠে পাড়া।

ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,

ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।

 

জামাই ষষ্ঠী আজিকে তাই জামাইয়ের কদর,

শাশুড়িরা জামাইকে খাওয়ায় করিয়া আদর।

মাছ মিষ্টি দই পাঁপড়, ব্যঞ্জন হয় ভাল মতে,

জামাইকে খেতে দেয় বহূমূল্য স্বর্ণথালাতে।

 

জামাই ষষ্ঠী আজিকে তাই হয় ভারি ধূম ধাম,

শ্বশুর ও শাশুড়িকে জামাই আজি করয়ে প্রণাম।

জামাই ষষ্ঠীর দিনে যদি জামাই পায় আশীর্বাদ,

মনস্কামনা পূর্ণ হয় জামাইয়ের পূরে মনোসাধ।

 

ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,

ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।

0.00 avg. rating (0% score) - 0 votes