জাগিয়ে তুলি মানবতাকে
— সুহেল ইবনে ইসহাক
মা মা বলে ডাকছে খুকি ,
এ ধরায় সে ভীষণ দুখী I
আহার নেই তার উদর মাজে
কাঁদে তাই সে সকাল সাঁজে I
হাত বাড়িয়ে ডাকে তবু ,
মা যদি তার আসে কভু I
সেই আশাতে থাকিয়ে তাকে,
ডাকছে যেন মানবতাকেI
উপায় বাতাও ওহে প্রভু ,
কেউ সাড়া দেয় যদি কভু I
ধরি সবাই দুখীর করে ,
জাগিয়ে তুলি মানবতারে II