তুমি কবিতা
— সুহেল ইবনে ইসহাক
সভ্যতার নানা সাপ-লুডোর খেলা এগিয়ে চলবে মাঝ সমুদ্দুরে…।
টাইটানিকের মতো।
তবে তোমার সলিলসমাধি হবেনা।
কাগজের ঠোঙা ছিল। এখন অবশ্য প্লাস্টিকের যুগ।
আবার যুগ পাল্টাবে। এক ভাষা থেকে অন্য ভাষায় ছড়িয়ে যাবেই তুমি।
কেউ বিষাদ, কেউ আনন্দ, কেউবা আবার রাগে তোমাকে খুঁজে পায় I
তোমাকে তাই শেখা যায় না।
উপলব্ধি করতে হয়।
অনুভব করতে হয় I
হৃদয়ের অনুরণনে আছো তুমি I
হৃদয়ের সুকুমারবৃত্তিকে লালন কর তুমি তাতে সন্দেহ নেই।
অনেকক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে বড় হাতিয়ার হিসেবেও কাজ কর তুমি,
চেতনাকে জাগ্রত করতে তোমার গুরুত্ব অপরিসীম I
তুমি কবিতা…..!
কবিতা তাই,দুঃখের ক্ষেতে সুখের চাষ I
কবিতা ভাবের খেলা, শুধু শব্দেরই নয় I
“কোনো কবিই বড় কবি হতে পারেননি সত্যসন্ধ দার্শনিক হওয়া ছাড়া I”
এমন কথন শুনতে পাই কবি এস.টি. কোলরিজের নিকট হতে I
কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে—“যে কবিতা শুনতে জানেনা
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে I”
হুমায়ূন আহমেদ তাঁর আত্মজীবনীতে বলেছিলেন-
“একজন গদ্যকার,কবির পদধূলিরও নিচে থাকেন I”
বাঙালি জাতির কবি ও কবিতারা বেঁচে থাকবে অনন্তকাল।
রচনাকাল: এপ্রিল ২৫,২০১৬-ডেনফোর্থ, টরন্টো,কানাডা I