নতুন সকালের সন্ধানে

মাটির প্রদীপ ও আকাশের চাঁদ
সাঁঝের বেলা কথা কয়,
মাটির প্রদীপ নিভে গেলে
পরে চাঁদ শুধু জেগে রয়।

তুলসীতলায় জ্বলে মাটির প্রদীপ,
গগনে জ্বলে সুধাকর,
লক্ষতারার আলোক মালায়
জাগে রাত্রির শেষ প্রহর।

মাটির প্রতিমা কাঁদে দেবালয়ে,
নিশি দিন কেঁদে মরে,
দুঃখিনী জননী জাগে সারারাত,
বসে কাঁদে মাটির ঘরে।

মাটির পৃথিবীতে মাটির ফসল,
মাঠে মাঠে সোনা ধান,
সাঁঝের আকাশে চাঁদতারা হাসে.
জোছনায় হয় ম্রিয়মান।

রাত্রি শেষে চাঁদ ডুবে যায়,
পূবের আকাশ হয় লাল।
বৃক্ষশাখে পাখি করে কোলাহল,
হয়ে আসে নতুন সকাল।

0.00 avg. rating (0% score) - 0 votes