কবিতার ছেঁড়া পাতা

কবিতার ছেঁড়া পাতা স্মৃতির ডায়েরী থেকে,
কবিতার পাতা ছিঁড়ে যায়, স্মৃতি যায় রেখে।
কবিতার পাতা হারিয়ে যায়, নিভৃত কাননে,
কবিতার পাতা বেঁচে থাকে, মনের গহনে।

কবিতার ছেঁড়া পাতা রেখে যায় বিস্মৃতির স্মৃতি,
কবিতার পাতা গেয়ে যায় শুধু ব্যথা ক্রন্দন গীতি।
কবিতার ছেঁড়া পাতা নীরবে মনের কথা বলে,
কবিতার পাতা বৈশাখীঝড় আপন খেয়ালে চলে।

কবিতার ছেঁড়া পাতা আজ ঘুরে ফিরে সারাদেশে,
নতুন কবিতার নতুন পাতা আসে নতুনের বেশে।
পুরোনো কবিতা হয় শেষে, কবিতার ছেঁড়া পাতা।
কাব্যের দর হয় অতি কম, সহে কত শত ব্যথা।

পুরোনো কবিতার ছেঁড়া পাতা আজ কবির হৃদয়ে বাজে,
নতুন কবিতা নব নব রূপে, বিরাজে সবার হৃদয় মাঝে।

0.00 avg. rating (0% score) - 0 votes