সবকিছু হারিয়ে হারাই গোধূলির মায়াজালে!
সেদিন পরম আবেগে গোধূলির কোলে ঢোলে পরেছিলাম!
উজাড় হয়েছিলাম!
অচেতন ছিলাম নেশাময় জগতে, গোধূলির নেশায়!
কেউ জানেনা, আমি কাল গোধূলির কোলে অর্পিত হয়ে গোধূলিকে দেখেছি! খুব কাছ থেকে!
রক্তিম আকাশ… আহা!
এক পসরা আনন্দ বয়ে এনেছিলো! কিন্তু কোথায় যেনো হাহাকার ছিলো!
আজ সুন্দর একটা ভোর দেখেছি! সোহাগে পরিপূর্ণ ভোর! কিন্তু এখানেও কোথাও যেনো বিরহ!
সুন্দর ভোর দেখা শেষ হলে কেঁদেছি, কাঁদিয়েছি!
আজ, জগতের সবচেয়ে সুন্দর কালো চোখ জোড়াতে জল বয়ে এনেছি!
কাল রাতে অন্ধকার আমায় গ্রাস করতে পারেনি! পরম শান্তিতে মায়ের মমতা আর বাবার স্নেহের ছায়ায় ঘুমিয়েছি!
ওহ… গোধূলিকে জানানো হয়নি, আমি অর্পিত হয়ে ধন্য! আমি সব অহংকার বিসর্জন দিয়ে ধন্য! উজাড় হয়ে ধন্য! আমি গোধূলির কোলে লুটিয়ে পরে ধন্য!
এই গোধূলি আমারি… শুধুই আমার! হোক সে দূর রক্তিম আকাশে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য!
ওটা আমারি! যে যাই বলুক!
ওটা আমার প্রিয় প্রকৃতি, আর আমি প্রকৃতির সন্তান! চিরকালের জন্য বাঁধা! যেমন, সন্তান কে নারীর বন্ধন কেটে মুক্ত করলেই মুক্ত হয়ে যায়না! এখানে তার চেয়েও বড় অদৃশ্য একটা বন্ধন আছে! যা পৃথিবীর কোনো শক্তিই ছিড়তে পারেনা!
আমি গোধূলির, গোধূলি আমার… চিরকাল!