জোছনা রাতে বৃষ্টি পড়ে

জোছনা রাতে আকাশের গায়ে তারা ঝিকিমিকি করে,
আম বাগানে চাঁদ উঠেছে সেথা জোছনার রাশি ঝরে।
নয়ন দিঘির কালো জলে যখন পড়ে চাঁদের আলো,
ঘুমিয়ে পড়া কমল কলি সব, দেখতে লাগে ভালো।

জোছনা রাতে বৃষ্টি পড়ে গাছের পাতা গুলো নড়ে,
পাতায় পড়া বৃষ্টির ফোঁটায় চাঁদের আলোক ঝরে।
জোছনা রাতে নদীর ঘাটে নৌকা বাঁধা নদীর চরে,
নদীর জলে জোছনার রাশি সারা রাত খেলা করে।

চাঁদতারা হাসে আকাশের গায়, ফুটফুটে জোছনায়,
অমানিশা রাতি লয়েছে বিদায় মুখ ঢাকি তমসায়।
জোছনা রাতে কালোমেঘ এসে চাঁদকে দিল ঢেকে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে মেঘ গর্জায় থেকে থেকে।

চাঁদের আলো মিলিয়ে গেল আকাশ কালো মেঘে,
বনে বনে ফুল ফুটে ঐ প্রভাতপাখিরা ওঠে জেগে।

0.00 avg. rating (0% score) - 0 votes