আয়ুর বিলাপ

বিকেলের গায়ে কোমল রোদের চাদর
আবেগ পাত্রে জমে আদর গুলো
ভাবনার নরম শ্বাস ছুঁয়ে যায়
বিষন্নতার চিবুক ;
আকাশের ঠোঁটে ফোটে গোধূলি হাসি।

প্রিয়তমার চুলের মত
আঁধার ঘন এখন পৃথিবী
সব দোকান গুলো বন্ধ ;
বাসনার বাসরে কেবল আবেগের নৃত্য
আহা ! মাটির পালংকে আয়ুর বিলাপ।

0.00 avg. rating (0% score) - 0 votes