যদি ভুৃল ভাঙে কভু

“”” যদি ভুল ভাঙে কভু “””
______জাহিদ আরেফিন
যদি ভুল ভাঙে কভু কোন অবেলায়
মনে পড়ে মোর মুখ,
যদি অন্তরে বাজে পুরানো গীতি
জাগে আঁখিপাতে সুখ।
তব চেয়ো রাতের আঁধারে চাঁদের পানে
রহিবো সেথা আমি অতি সংগোপনে।
সে আলো মেখো মলিন বদনে—
বেঁধে যাবে ভাঙা বুক।।
যদি চাই মন দেখতে আমায়
যদি গাইতে চাই গান,
স্বরণ করিয়ো যা দিয়েছো
যে গালি,যা অপমান।
সেই স্মৃতি হবে তোমার সুরের বাণী
সে ভুল ভেঙে হবে গো রানী।
মুছে যাবে যত অতীত জ্বালা-
যা দানে ভেঙেছিলে বুক।।
আমি চেয়ে আছি বাতায়ন পানে
আসবে ভুল ভেঙে,
কত খেয়ালী চেতনা মনে
কত রঙে মন রাঙে।
জানি তুমি আর আসবে না ফিরে
ভাবতে যেন তাহা যায় বুকচিরে।
তবু যদি কভু ভাঙে সে ভুল-
মুছে দিয়ে যেও দুঃখ।।

0.00 avg. rating (0% score) - 0 votes