মনে নেই, মনে পড়েনা

যে কথা গুলো মনে নেই আমার—
বলে ছিলেন রেল লাইন
ব্রহ্মপুত্রের বালুকা
ঝরে পড়া উড়ন্ত শিমূল বীজ
ধান খেতের লহরী
দুর্বা ঘাসের শিশির কণা।

যে কথা গুলো মনে পড়েনা—
বলে ছিলেন জোঁনাকি
অন্ধকার রাত
ব্যর্থ একটি পাখি
পিঁপিঁলিকা
ছড়ানো ছিটানো মৃত কবুতর।

0.00 avg. rating (0% score) - 0 votes