গান
কথা ও সুরঃ নূরুল হুদা আল মামুন
————————————————-
বন্ধু ছাড়া মনটা আমার উদাসি দুপুর,
গাছের ছায়ে ঘর বাধিলাম, বন্ধু অচিন পুর।।
.
কোন বাগানে ফুটে রইলা আমায় করে পর
ঝিঁঝিঁ ডাকা বিজন বনে হলো আমার ঘর।
শত রঙ্গিন স্বপ্ন আমার ভেঙ্গে হলো চূর।। ঐ
.
মায়ার সুতায় বুনেছিলে কত আশার স্বপন
পরবাসি হলে তুমি ভেঙ্গে তোমার পণ ।
এ জীবনে তুমি বিনে, সুখ যে বহুদূর।। ঐ
.
অভিমানি চোখ কি খোঁজে দূরের বন্ধুরে?
বাতাস খামে দিলাম চিঠি, নিও সব পড়ে।
তুমি বিনে জীবন বীণায় ওঠে না আর সুর।। ঐ
—
রচনাকালঃ ০১ জুন ২০১৬ বেলা ১২টা,দয়াল বমের পাহাড়ে,বান্দরবান