পালাবে কোথায়

পালাবে কোথায়
——————–
এই পৃথিবীটা
অনেক ছোট বল পালাবে কোথায় তুমি,
তোমায় খুঁজে
বেড়াব আমি এই আকাশ পাতাল ভূমি ।

চোখের আড়াল
হয়েছ তুমি কিন্তু মনের আড়ালে নও,
তোমার ঠিকানা
থাকবেনা অজানা তুমি যেখানেই রও ।

মনের পিঞ্জরে
আর প্রেমের শৃঙ্খলে রেখেছি বন্দী করে,
পালাবে কোথায়
এ বুকে রেখেছি তোমায় জনমের তরে ।
শফিক তপন
৩-৬-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes