পাপ ও পাপী

যার মন যত নীচ,যত অন্ধকার
অপরাধ স্বভাবজাত,আশ্চর্য কি তার,
সেই মহা পাপিষ্ঠার তুলনা যে নাই
নিঃশব্দে সংসার হতে লইবে বিদায়।
********

0.00 avg. rating (0% score) - 0 votes