ভালবেসে ভাল থাকব
————————-
তোমায় যে আমি
ভালবাসি আমার মূল্যবান হৃৎপিন্ডের মত,
তুমি যে আমার
বুকের শ্বাস প্রশ্বাস বইছে দিনরাত অবিরত ।
তব প্রেম যেন
মম হৃৎপিন্ডের বেঁচে থাকার একমাত্র আশা,
বাঁচিয়ে রাখে যে
হৃৎপিন্ডকে সুস্থ সবল করে তব ভালবাসা ।
আমার প্রতিটি
শিরাতে রক্তের কনায় কনায় তুমি প্রবাহিত,
তোমায় ছাড়া যে
আমি হৃৎপিন্ড হারা জীবন থাকতেও মৃত ।
এই হৃৎপিন্ডটি
বেঁচে থাকলেই শুধুমাত্র বাঁচবে আমার প্রাণ,
তাই ভালবাসব
ভাল থাকব হাসি খুশিতে ভরবে মম জান ।
——————শফিক তপন
২-৬-২০২৬