শুধু অবহেলা করে
=============
বেসেছ ভাল
শুধু অবহেলা করে করে,
মম হৃদয়
বেদনায় থাকে ভরে ভরে ।
দিয়েছ যত
আঘাত সবই সয়ে সয়ে,
কেমনে বাঁচি
হৃদয়টি শেষ ক্ষয়ে ক্ষয়ে ।
যত তোমায়
ডাকি আমার কাছে কাছে,
ততই আমি
ঘুরি তোমার পাছে পাছে ।
যখন দাও
অবহেলা মোরে শুধু শুধু,
অন্তর হয়
মরু ভূমির মত ধূধূ ধূধূ ।
সইব সব
এজীবনে আমি বার বার,
কষ্টটা শুধু
মনটা যার যার তার তার ।
শফিক তপন
১-৬-২০১৬