নূরুল হুদা আল মামুন
<<<<<<<<<<<<<>>>>>>>>>>>
মনের মাঝে বসত করো
কে তুমি পড়শি?
সুযোগ বুঝে টেনে নেবে
ফেলেছো বড়শি।।
.
চুপটি করে খেলো তুমি
মজার পিরিতি,
খেলার ছলে নিজকে বিলাই
করে নিজ ক্ষতি।।
.
রাম গরুরের ছানা সবে
ভাবছো তুমি তাই,
মেসোর কথায় উঠি বসি
ভয়ের কারন নাই।
.
মুখোশ খুলে পড়বে যেদিন
দেখবে তোমার রুপ,
র’বে না আর বন্দি বিবেক
গো-বেচারা চুপ।।
.
বেলা শেষে সাঙ্গ হবে
সকল আয়োজন,
মহা দিনের মহা বিচার
করিও স্মরণ।।
<<<<<<<<<<<<<>>>>>>>>>>>
রচনাকালঃ ৩১/৫/১৬ রাত ৯টা বালাঘাটা
বাঃ বেশ! ভালো লাগলো
অফুরান শুভেচ্ছা রইল