শৈশব নদ

মনের মাজে জেগে ওঠে,
রূপসী পরিবেশ ।
শৈশব সেই গোমতী নদী ,
কুমিল্লাতে বেশ ।
নদীর মাজে নৌকা দোলে,
কোমল পদ্ম ফুল ।
জেলে ভাই মাছ দরে ,
নদীর ঐ কূল ।
দুই কূল ভরে আছে ,
সাদা কাশঁ ফুল।
মাঝি ভাই নদী পাড়িদেয় ।
হয়না কোন ভুল ।
নিল আকাশ ,
বয়ে যায় বাতাস ।
সবুজ সজিবতা,
প্রকৃতির সৌন্দর্য।
যেন বাড়িয়ে দেয় ,
নদীর মাধুর্যতা ।
ঐ যে আমার শৈশব ছিল ,
ধরতে কী তাকে পারবো ?
যত দূর যাইনাকেন ,
মনে তাকে রাখবো ।

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “শৈশব নদ

Comments are closed.