মাঝি

” মাঝি “”
_____জাহিদ আরেফিন
ওরে মাঝি! তুই নে তোর তরী টানি
পরের বোঝা আপন কাঁধে,কূলেতে যে আনি।
ওরে,পড়ে থাক সে আপন বোঝা
আমি চলি পথ সোজা,
পথের পরাণ বুকেতে জড়ায়-
তারে আপন করে মানি,
ওরে মাঝি! তুই নে তোর তরী টানি।।
মোর আপন মানুষ পাইনা মোরে কাছে,
আমি লাগি যে শুধু আঁঠার মত
পরের মানুষ পিছে।
ওরে,আপন ঘরে উঁই ধরেছে বাসা
মোর পর ঘরের নেশা,
মুখের খাবার অন্যেরে দেই
শীর্ণ আপন দেহখানি-
ওরে মাঝি! তুই নে তোর তরী টানি।।

0.00 avg. rating (0% score) - 0 votes